ফেনীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনীতে পৃথক অভিযানে মাদকদ্রব্য বিক্রি ও ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। র‌্যাব বলছে, গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন মাদকদ্রব্য বিক্রেতা, একজন ছিনতাইকারী।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ফেনী শহরের একাডেমি সড়কে যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে র‌্যাব সদস্যরা মো. জাহিদুল ইসলাম হায়দার (২৩) নামের এক যুবককে দুটি ফোল্ডিং ছোরাসহ গ্রেপ্তার করেন। একই রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার রওশন ফকিরের মাজার এলাকা থেকে ৩০ বোতল বিদেশি হুইস্কিসহ মো. মনসুর আলম (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সদর উপজেলার লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৮৭০টি ইয়াবা বড়িসহ মো. আরিফুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী বলেন, তিনটি পৃথক অভিযানে ইয়াবা, বিদেশি হুইস্কি ও ফোল্ডিং ছোরাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা করে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।