হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদকসহ গ্রেপ্তার ২

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ফেনী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তিন দিনের সহিংসতার ঘটনায় কেন্দ্রীয় হেফাজতের এই নেতার সম্পৃক্ততা রয়েছে। তিন দিনের সহিংসতার ঘটনায় জেলা ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ইয়াকুবসহ ৪৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে হেফাজত নেতা মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আত্মগোপনে ফেনীতে ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী সরকার উৎখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা চালানোর সঙ্গে নিজের জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতার একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

খেলাফত ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে খেলাফত ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ কাশেমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখোলা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, কাশেম হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো সহিংসতায় নেতৃত্বদানকারীদের মধ্যে একজন। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মেড্ডা এলাকার বাসিন্দা।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সহিংসতার পর গ্রেপ্তার এড়াতে কাশেম হবিগঞ্জের চুনারুঘাটের ছনখোলা গ্রামে তাঁর মামা নাজমুল ইসলামের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামার বাড়ি থেকেই ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে কাশেমকে গ্রেপ্তার করে।