ফেরি স্বল্পতায় দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

ঢাকা–খুলনা মহাসড়কে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায়
প্রথম আলো

ফেরিস্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পারাপার ব্যাহত হচ্ছে। এ কারণে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া প্রান্তে প্রায় তিন কিলোমিটার যানজট তৈরি হয়েছে।

ঘাটে চলাচল করা ১৮টি ফেরির মধ্যে ৩টি বিকল ও ২টি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফিরে গেছে। এতেই ওই স্বল্পতা তৈরি হয়েছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে লঞ্চঘাট মোড়জুড়ে ওই যানজট দেখা গেছে। দীর্ঘ সারিতে থাকা অধিকাংশ যানই পণ্যবাহী। যাত্রীবাহী বাসও আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলী সরদার জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে স্বল্প পরিসরে ফেরি চালু থাকায় তিন দিন আগে এনায়েতপুরী ও শাহ মখদুম নামের দুটি রো রো (বড়) ফেরি ওই রুটে নেওয়া হয়। বাকি ১৬টির মধ্যে গত রোববার যান্ত্রিক ত্রুটির কারণে রো রো ফেরি শাহ আলী, শাহজালাল ও মাঝারি আকারের ফেরি কেতকী বিকল হয়ে পড়ে। ফেরি তিনটি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে।

তবে আজ মঙ্গলবার মেরামত শেষ হলে রো রো শাহজালাল কারখানা থেকে বের হয়ে যানবাহন পারাপার শুরু করে। তবে আগের দুই দিন ফেরিস্বল্পতার প্রভাব আজ মঙ্গলবারও থেকে যায়। মেরামতের পর্যায়ে থাকা দুটি ফেরি চালু হলে ঘাটে গাড়ির চাপ কমবে বলে জানান মাহাবুব আলী সরদার।