ফেলে দেওয়া গাছের গুঁড়িতে প্রতিবন্ধী সুপ্রিয়র শিল্পকর্ম

শিল্পকর্মে ব্যস্ত সুপ্রিয় চাকমা
ছবি: প্রথম আলো

ফেলে দেওয়া গাছের গুঁড়ি দিয়ে চমৎকার সব শিল্পকর্ম তৈরি করেন খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সুপ্রিয় চাকমা (৪১)। তিনি শারীরিক প্রতিবন্ধী। চারুকলায় নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। তারপরও তাঁর হাতের স্পর্শে পরিত্যক্ত কাঠে ফুটে ওঠে নজরকাড়া সব শিল্পকর্ম।

মহালছড়ি উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে মুবাছড়ি ইউনিয়নে মধ্যআদাম এলাকায় টিনের ছাউনি আর বেড়ার দুই কক্ষবিশিষ্ট ঘরে বসবাস সুপ্রিয়র। স্ত্রী জ্ঞানবালা চাকমা আর এক সন্তানকে নিয়ে তাঁর সংসার। সম্প্রতি তাঁর বাড়িতে গিয়ে দেখা গেল, ঘরের আঙিনায় চটের বস্তা বিছিয়ে হাতুড়ি নিয়ে গাছের গুঁড়ি খোদাই করছেন। কী বানাচ্ছেন—জিজ্ঞাসা করতেই বললেন, সেগুন গাছের গুঁড়ি দিয়ে বনরুই আর ময়ূর তৈরি করছেন।

বাড়ির উঠানে একটি টেবিলে কাঠের তৈরি নানা শিল্পকর্ম রোদে শুকাতে দিয়েছেন। সেখানে ছিল নৌকার ওপর শাপলা ফুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ছবি। ছিল ছোট-বড় বিভিন্ন আকারের গৌতম বুদ্ধের প্রতিকৃতি। বাংলাদেশের মানচিত্র, বানর, প্যাঁচা, হরিণসহ নানা কিছুর প্রতিকৃতি।

সুপ্রিয় চাকমা কীভাবে এ কাজে যুক্ত হলেন, সে কথা বলতে গিয়ে বলেন, অভাবের কারণে পড়াশোনা হয়নি। ছোটবেলা থেকে বিভিন্ন নকশা করে নকশিকাঁথা, কোমরতাঁতের পোশাক আর হাতপাখা তৈরি করতেন। তিন বছর আগে তাঁর তৈরি একটি হাতপাখা দেখে বনবিহারের অধ্যক্ষ প্রজ্ঞারত্ন ভিক্ষু তাঁকে গাছের গুঁড়ি দেন। আকাশপ্রদীপ জ্বালানোর জন্য তাঁকে একটি হাঁস তৈরি করে দিতে বলেন। এরপর তিনি হাতুড়ি দিয়ে কাঠ খোদাই করে ১৫ দিনে একটি হাঁস তৈরি করেন। হাঁসটি দেখে সবাই বেশ প্রশংসা করেন। পরে একটি কাঁঠালগাছের গুঁড়ি দিয়ে গৌতম বুদ্ধের প্রতিকৃতি তৈরি করেন তিনি। এক ব্যক্তি তিন হাজার টাকা দিয়ে সেটি কিনে নেন। এরপর থেকে ছবি দেখে নানা শিল্পকর্ম করছেন তিনি।

সুপ্রিয় চাকমার বানানো শিল্পকর্ম
প্রথম আলো

সুপ্রিয় চাকমা জানালেন, বসতভিটা ছাড়া তাঁর নিজের কোনো জায়গা-জমি নেই। জমি বর্গা চাষ করে এবং প্রতিবন্ধী ভাতা দিয়ে কোনোমতে তাঁর সংসার চলে। একমাত্র ছেলে পড়ে অষ্টম শ্রেণিতে। সহায়তা পেলে কাঠের শিল্পকর্ম তৈরির আধুনিক যন্ত্রপাতি কেনা এবং একটি দোকান দেওয়ার ইচ্ছা আছে তাঁর।

কাঠমিস্ত্রিরা যে ধরনের বাটালি-হাতুড়ি দিয়ে কাজ করেন, সুপ্রিয় এখন সেগুলোই ব্যবহার করেন। এলাকার লোকজন গাছ কাটার পর যে গুঁড়ি ফেলে দেন, সেটি এনে বানান নানা শিল্পকর্ম। জানালেন, একেকটি শিল্পকর্মের জন্য আকারভেদে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পেয়েছেন তিনি। তবে তিনি কখনো দামাদামি করেন না। ক্রেতা পছন্দ করে ইচ্ছেমতো দাম দিয়ে যান।