ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার গ্রামের বাড়ি থেকে আবদুল করিম পাটোয়ারী ওরফে মিন্টু (৪০) নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।

আবদুল করিম পাটোয়ারী উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক। তাঁর গ্রামের বাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবার নাম শফিক উল্যাহ পাটোয়ারী। তাঁকে শুক্রবার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, যুবদল নেতা আবদুল করিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর নিজের আইডিতে আপত্তিকর পোস্ট দিয়েছেন। এ ঘটনায় প্রাথমিক অভিযোগ পাওয়ার পর তাঁকে আটক করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাদী হয়ে আবদুল করিমের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।