ফেসবুকে বিতর্কিত পোস্ট, পদ হারালেন ছাত্রলীগ নেতা

ফেনী জেলার মানচিত্র

ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রাকিবুল হাসান ওরফে পিয়াশকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সকালে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাকিবুলকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগে রাকিবুল হাসানের বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাকিবুল হাসান পিয়াশের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাই তাঁকে বাংলাদেশ ছাত্রলীগ ফুলগাজী উপজেলা শাখার সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ফেসবুকে জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধী চক্রকে সমর্থন করে এমন কিছু বিতর্কিত পোস্ট রাকিবুল হাসান শেয়ার করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। পরে তদন্তে রাকিবুল হাসানের বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। এ জন্য তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, জেলা আওয়ামী লীগের নির্দেশে রাকিবুল হাসানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করার পর তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। রেজাউল কবিরকে বর্তমানে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাকিবুল হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

এর আগে গত ২৬ মে ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সম্মেলনে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। তখন সভাপতি হিসেবে পদ পেয়েছিলেন রাকিবুল হাসান। তবে সভাপতি নির্বাচিত হওয়ার এক দিন পরই তাঁর বিরুদ্ধে ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। আর সম্মেলনে কমিটি ঘোষণার পরদিনই তাঁর সভাপতি পদ স্থগিত করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।