ফেসবুকে ভিডিও দেখে মুন্নিকে ফিরে পেল পরিবার

ফেসবুকে ভিডিও দেখে মুন্নিকে খুঁজে পায় তাঁর পরিবার। পরিবারের লোকজনকে দেখেই চিনতে পারে মুন্নি (বাঁয়ে)সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারে সড়কের পাশে গত বৃহস্পতিবার রাতে সন্তান প্রসব করা মানসিক ভারসাম্যহীন মুন্নি আক্তারকে (৩০) খুঁজে পেয়েছে তাঁর পরিবার। স্থানীয় এক সাংবাদিক মুন্নি ও তাঁর সন্তানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেই ভিডিও দেখে মুন্নিকে খুঁজে পায় তাঁর পরিবার। আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবারের সদস্যদের পেয়ে মুন্নি কেঁদে ফেলেন।

মুন্নি আক্তার বরিশালের মুলাদী উপজেলার উত্তর কাজীরচর গ্রামের রতন ব্যাপারীর মেয়ে। স্বামী মাইন উদ্দিন তালুকদার ঢাকায় থাকেন। মুন্নি বাবার বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

মুন্নি আক্তার

মুন্নির ভাই মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমার বোনের আট ও তিন বছরের দুটি সন্তান রয়েছে। কয়েক মাস আগে সে অন্তঃসত্ত্বা অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর গত ৩০ জুলাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বোনকে ফিরে পাওয়ায় আমরা খুশি।’

গত মঙ্গলবার রাতে উপজেলার মিরুখালী বাজারে মুন্নি আক্তারকে প্রথম দেখা যায়। দুই দিন পর বৃহস্পতিবার রাতে মুন্নি মিরুখালী বাজারের সড়কের পাশে একটি ছেলেসন্তান প্রসব করেন। খবর পেয়ে পুলিশ মা ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল শনিবার নবজাতককে বরিশালের আগৈলঝাড়া ছোটমণি নিবাসে হস্তান্তর করে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়।

স্থানীয় সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার তাঁর ইউটিউব চ্যানেলে মুন্নি ও নবজাতকের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। অনেকে ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফেরদৌস ইসলাম বলেন, মুন্নি ভারসাম্যহীন। কিন্তু স্বজনদের দেখে তিনি চিনতে পারেন। তাঁর ভাবিকে দেখিয়ে কে জানতে চাইলে তিনি বলেন ভাবি। একপর্যায়ে মুন্নি ভাবির গলায় জড়িয়ে ধরে কান্না করেন। মুন্নির পরিবারের সদস্যরা সঙ্গে করে তাঁর জাতীয় পরিচয়পত্র নিয়ে এসেছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ জেড এম মাসুদুজ্জামান বলেন, মুন্নির স্বামী মাইনউদ্দিন তালুকদারকে ঢাকা থেকে আসতে বলা হয়েছে। এরপর মুন্নিকে স্বামীর কাছে হস্তান্তর করা হবে।মাইনউদ্দিনের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার খোন্তাখালী গ্রামে।