বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ৮ পোশাক কারখানায় শ্রমিক-বিক্ষোভ

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আটটি পোশাক কারখানা শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। সাতটি কারখানার ভেতরে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। দুটি কারখানার শ্রমিকেরা সড়কে এসে অবরোধ ও বিক্ষোভ করেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার বিসিকসহ ফতুল্লা শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে এই বিক্ষোভের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পোস্ট অফিস রোড এলাকার একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকদের অভিযোগ, চলতি মাসসহ তাঁদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতনের দাবিতে কয়েক শ শ্রমিক প্রথমে কারখানাটির সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে যান। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা মালিকপক্ষের সঙ্গে কথা বলে আগামী ২১ এপ্রিল বেতন প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেয়। এরপর শ্রমিকেরা শান্ত হয়ে অবরোধ তুলে নেন।

অপরদিকে একই সড়কের মাসদাইর গাবতলী পুলিশ লাইনস এলাকায় অবস্থিত ‘টি এস স্পোর্টস লিমিটেড’। এই পোশাক কারখানার শ্রমিকদের দুই মাসের (মার্চ-এপ্রিল) বেতন বকেয়া আছে বলে অভিযোগ। বেতনের দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক অবরোধ করেন। পরে মালিকপক্ষ ২১ এপ্রিল বকেয়া বেতন পরিশোধ ও সমস্যার সমাধানের আশ্বাস দেয়। এরপর শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, হামিদ ফ্যাশন ও টি এস স্পোর্টস নামের পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। ২১ এপ্রিল তাঁদের বেতন প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীর রপ্তানিমুখী মার্টিন নিট, প্রমি নিটেক্স, রিএ্যাকটিভ ড্রেস, এশিয়ান ফ্যালকন, তামাই নিট নামের কারখানাগুলোতেও বিক্ষোভ হয়েছে। মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে এসব কারখানার কয়েক হাজার শ্রমিক বৃহস্পতিবার বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বিসিকের এক নম্বর গলিসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ২৫ এপ্রিল বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হয়। এ ছাড়া নরসিংহপুর এলাকায় সায়েম ফ্যাশন নামের পোশাক কারখানার শ্রমিকের মার্চ মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন।

শিল্প পুলিশ পরিদর্শক (গোয়েন্দা) বশির উদ্দিন প্রথম আলোকে বলেন, এসব পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিয়ে শান্ত করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।