বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কারও এক মাস, কারও তিন মাসের বেতন বাকি। এ অবস্থায় গাজীপুরের শ্রীপুরে কারখানা বন্ধ হবে শুনে বেতন পরিশোধের দাবিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ওই কারখানার শ্রমিকেরা। পরে পুলিশের আশ্বাসে রাত পৌনে আটটায় অবরোধ প্রত্যাহার করেন তাঁরা। এ সময় পৌনে এক ঘণ্টার মতো ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম রাত আটটায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, কারখানা বন্ধ হয়ে যাবে, এমন খবরে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের গোল্ডেন সোয়েটার কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন করতে থাকেন। আজ সন্ধ্যা সাতটার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলন শুরু হওয়ার পর শ্রীপুর থানার পুলিশ কর্মকর্তারা কারখানায় এসে শ্রমিক-মালিক উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। আগামী সোমবারের মধ্যে বকেয়া পরিশোধ করা হবে—কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে পুলিশ তা শ্রমিকদের জানায়। আশ্বাস পেয়ে শ্রমিকেরা রাত পৌনে আটটার দিকে অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করে আন্দোলন করায় সেখানে আধা ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। তবে পুলিশি মধ্যস্থতায় আন্দোলন স্তিমিত হয়।
এ আর এম আল মামুন, ওসি, মাওনা হাইওয়ে থানা

শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন জানান, তাঁদের বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিচ্ছে। ফলে শ্রমিকেরা আন্দোলন করতে বাধ্য হন। বেতন দেওয়া হবে জেনে আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে। কথামতো বেতন পরিশোধ না হলে শ্রমিকেরা আবারও তাঁদের দাবি আদায়ে রাস্তায় নামবেন।

আন্দোলন সম্পর্কে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করে আন্দোলন করায় সেখানে আধা ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। তবে পুলিশি মধ্যস্থতায় আন্দোলন স্তিমিত হয়। তাঁরা আন্দোলন প্রত্যাহার করে মহাসড়ক ছেড়ে দেন।