বকেয়ার কারণে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

ফাইল ছবি
ফাইল ছবি

বকেয়া বিল পরিশোধ না করায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। সোমবার সন্ধ্যায় আন্দরকিল্লার ২৫০ শয্যার এই হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ কারণে প্রায় ১৮০ রোগীর খাবার সরবরাহ নিয়ে বিপদে পড়েছে হাসপাতালটি।

জানা গেছে, হাসপাতালটির প্রায় চার লাখ টাকা বিল বকেয়া রয়েছে। প্রতি মাসে অর্থ বরাদ্দ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ বিল দিতে পারেনি। ফলে প্রায় ছয়–সাত বছর ধরে বিল জমে জমে এ অবস্থায় দাঁড়িয়েছে। বকেয়া গ্যাস বিল একটি অংশ এক সপ্তাহের মধ্যে পরিশোধের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুতি নিলেও কেজিডিসিএল তা মানেনি বলে অভিযোগ রয়েছে।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে বরাদ্দ দেওয়া হয় বার্ষিক। কিন্তু গ্যাস কর্তৃপক্ষ বিল দেয় প্রতি মাসে মাসে। ফলে মাসের পর মাস বিল জমতে থাকে। ছয়–সাত বছর ধরে এই অঙ্ক প্রায় চার লাখ টাকা দাঁড়িয়েছে। আমরা এ অবস্থায় তাদের (কেজিডিসিএল) ভাগ ভাগ করে বিল দেওয়ার অনুরোধ করেছি। কিন্তু এত দিন তারা দেয়নি।’

অসীম কুমার নাথ আরও বলেন, ‘গত বৃহস্পতিবার তাঁরা ২ লাখ ৭৩ হাজার টাকার একটি অংশবিশেষ বিল দেয়। এই সপ্তাহের মধ্যে এই বিল পরিশোধ করব কথা দিয়েছিলাম। অর্থও বরাদ্দ পেয়েছি। কিন্তু হিসাব বিভাগ থেকে তা ছাড় করার জন্য সময় লাগছিল। এ অবস্থায় কেজিডিসিএল কোনো কথা না শুনে লাইন কটে দিয়েছে।’

হাসপাতালটিতে বর্তমানে প্রায় ১৮০ জন রোগী চিকিৎসাধীন। তাদের দুই বেলার খাবার সরবরাহ করা হয়। হাসপাতালের রান্নার কাজে গ্যাস ব্যবহার করা হয়। সোমবার রাতের খাবার লাকড়ির চুলা বানিয়ে কোনো রকমে সরবরাহ করা হয়েছে।

কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক খায়েজ আহমদ মজুমদার বলেন, বকেয়া পরিশোধ করলে পুনরায় সংযোগ দেওয়া হবে। তার আগে সংযোগ দেওয়া হবে না।