বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ৪২

করোনাভাইরাসের প্রতীকী ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৫০ শতাংশ। এই সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। আজ বৃহস্পতিবার বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল এবং টিএমএসএস মেডিকেল কলেজ কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে একজন করে মারা গেছেন। তাঁদের মধ্যে একজন বগুড়া শহরের এবং অন্য দুজন ধুনট ও শেরপুর উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, আজ দুপুর পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল হোসেন (৬৫) নামের একজন রোগী মারা গেছেন। তিনি বগুড়া শহরের বাসিন্দা। এ ছাড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ধুনট উপজেলার আবদুর রহমান (৬৫) নামের একজন রোগী।

অন্যদিকে, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে আজ ভোর ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ারা বেগম (৪৫) নামের এক রোগীর। তিনি শেরপুর উপজেলার সীমাবাড়ি গ্রামের বাসিন্দা।

ডেপুটি সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ পর্যন্ত জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৫৪ জনের।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ২২৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ পর্যন্ত জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৯৬ জনের। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৩৩৬ জন।