বগুড়া বার সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি (জেলা আইনজীবী সমিতি) কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। অন্যদিকে পাঁচটি পদে জয়লাভ করেছেন আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

গতকাল শুক্রবার বগুড়া জেলা জজ আদালতের গওহর আলী অ্যাডভোকেটস বার ভবনে উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বার সমিতির এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে আওয়ামী লীগ–সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে গোলাম ফারুক-তবিবর রহমান প্যানেল ১৩টি পদে, বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য থেকে শফিকুল ইসলাম-রফিকুল ইসলাম প্যানেল ১৩টি পদে এবং বাম দল–সমর্থিত গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে সাইফুল ইসলাম-আবদুল লতিফ খান পশারী প্যানেল ১৩টি পদের মধ্যে ৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করেছে। এই প্যানেলে বিজয়ীরা হলেন সভাপতি পদে শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম, সহসভাপতি মাসফিকুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-২ সিরাজুল হক, লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক মাহবুবা খাতুন, কার্যনির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম ও শিপন খাতুন।

অন্যদিকে মহাজোট ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন রিয়াজুল জান্নাত এবং কার্য নির্বাহী কমিটির তিনটি সদস্য পদে জয়লাভ করেছেন বেবী খাতুন, মিতা খাতুন ও রাকিবুল ইসলাম। নির্বাচনে ৭২০ ভোটারের মধ্যে ৬৯৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।