বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শিহাব উদ্দিন ওরফে বাবু (৩২) নামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শাবরুল বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শিহাব উদ্দিন শাজাহানপুর উপজেলার শাবরুল ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক কমিটির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। তাঁর পরিচয় নিশ্চিত করেছেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল ফারুক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা শিহাব উদ্দিনের। রোববার সন্ধ্যায় প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিহাব উদ্দিনকে জখম করে। এতে ঘটনাস্থলেই শিহাবের মৃত্যু হয়।
শিহাব উদ্দিনের স্ত্রী রুমি বেগম বলেন, হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে তাঁর স্বামী খাওয়াদাওয়া করে বাড়ি থেকে শাবরুল বাজারে যান। পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাবরুল বাজারে শিহাব উদ্দিনের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং হত্যাকারীদের নাম–পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।