বগুড়ার ১৭ ইউপিতে জামানত হারালেন ৪০ জন

ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

তৃতীয় ধাপে বগুড়ার দুই উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪০ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন আওয়ামী লীগের ও দুজন সাংবাদিক আছেন। বগুড়া সদর ও শাজাহানপুরের ১৭ ইউনিয়নে নির্বাচন হয়। ৪০ জন প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগও পাননি।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে বগুড়া সদরের ৮ ইউনিয়নে ১৪ ও শাজাহানপুরের ৮ ইউনিয়নে ২৬ জন আছেন। শাজাহানপুরের আরেকটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এ উপজেলার আমরুল ইউপিতে নৌকার রাকিবুল ইসলাম ও আড়িয়ায় আরিফুল হক জামানত হারিয়েছেন।

এ ছাড়া সদর উপজেলার নুনগোলা ইউপিতে জামানত হারানো নৌকার প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলীম উদ্দিন। শাজাহানপুরের আড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ও স্থানীয় সাংবাদিক আবদুল ওহাব ও মাঝিড়ায় সাংবাদিক শাহাদত হোসেন জামানত হারিয়েছেন।

প্রার্থীদের জামানত হারানোর এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ। তিনি জানান, এসব প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।