বগুড়ায় করোনা শনাক্ত আরও দুজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়া আরও দুজনের মৃত্যু হয়েছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে এক নারী ও একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর মারা যাওয়া রোগীর নাম রাহেনা বেগম (৮৪)। তিনি বগুড়া শহরের কালিতলা এলাকার কলেজ রোডের তৌফিকুর রহমানের স্ত্রী। মৃত্যুবরণকারী আরেকজনের নাম আমিনুর ইসলাম (৪৮)। তিনি বগুড়া শহরের পালশা এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। ১৭ সেপ্টেম্বর তাঁর শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হলেও গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ এসেছিল।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা (এইও) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, রাহেনা বেগমের করোনার উপসর্গ দেখা দিলে তিনি টিএমএসএস মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা দেন। ১২ অক্টোবর তাঁর কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। শ্বাসকষ্ট দেখা দিলে শনিবার রাত সাড়ে ১২টায় তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল নয়টায় তিনি মারা যান।

হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আমিনুর ইসলাম এক মাস ধরে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। করোনার উপসর্গ দেখা দিলে গত ১৫ সেপ্টেম্বর তিনি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় তিনি ১৭ সেপ্টেম্বর কোভিড পজিটিভ শনাক্ত হন। ১৫ অক্টোবর সর্বশেষ নমুনা পরীক্ষায় তিনি কোভিড নেগেটিভ শনাক্ত হন। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়াসহ শরীরে অক্সিজেন কমে গেলে রোববার সকাল পৌনে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।