বগুড়ায় চুরি হওয়া ৪টি গরু সিরাজগঞ্জে উদ্ধার

অপরাধ
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলা থেকে চুরি হওয়া চারটি গরু সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শেরপুর থানার পুলিশ সিরাজগঞ্জের কামারখন্দ থানা এলাকা থেকে গরু চারটি উদ্ধার করে। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গরুগুলো চুরি হয়েছিল।

গ্রেপ্তার দুজন হলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাকুরিয়া গ্রামের হাফিজুর রহমান (৩০) ও চৌবাড়িয়া গ্রামের বাদশা সরকার (৫০)।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, শেরপুরের সীমাবাড়ি ইউনিয়নের গোলাম রহমান সরকারের বাড়ি থেকে মঙ্গলবার রাতে ঘরের তালা ভেঙে চারটি বিদেশি গরু চুরি হয়। খবর পেয়ে শেরপুর থানার পুলিশ ওই রাতেই আশপাশের জেলার থানাগুলোয় বিষয়টি জানায়। এ ঘটনায় গরুর মালিক গোলাম রহমান সরকার গতকাল বুধবার রাতে শেরপুর থানায় মামলা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গরু চুরির সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কারা জড়িত, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। উদ্ধার হওয়া গরু চারটির দাম প্রায় দুই লাখ টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।