বগুড়ায় দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, তিনজন ছুরিকাহত

পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

বগুড়া পৌরসভা নির্বাচনে প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগ-বিএনপির দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন তিনজন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বগুড়া পৌরসভার নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি–সমর্থিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পরিমল কুমার দাস (বর্তমান কাউন্সিলর)। তাঁর প্রতীক উটপাখি। অন্যদিকে এখানে পাঞ্জাবি প্রতীকে লড়ছেন আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী আনন্দ কুমার দাস।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উটপাখির সমর্থনে বিকেলে একটি বড় মিছিল বের হয়। পরে খণ্ড খণ্ড মিছিল ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফিরে যায়। সন্ধ্যা ৭টার দিকে উটপাখির সমর্থকেরা উত্তর চেলোপাড়া বটতলা এলাকায় পৌঁছালে পাঞ্জাবি প্রতীকের সমর্থনে একটি মিছিলের মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

আনন্দ কুমার দাস অভিযোগ করেন, উটপাখির সমর্থকেরা তাঁর দুজন কর্মীকে ছুরিকাহত করেছেন। তাঁরা হলেন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী এবং আওয়ামী লীগ কর্মী মিলন।

উট মার্কার প্রার্থী পরিমল চন্দ্র দাস অভিযোগ করেছেন, তাঁর কর্মীরা কোনো মিছিল বের করেননি। আওয়ামী লীগ–সমর্থকেরা বিএনপির নির্বাচনী ক্যাম্প কার্যালয়ে হামলা চালিয়েছেন। এ সময় ছাত্রদলের কর্মী রুমনকে ছুরিকাহত করা হয়েছে।