বগুড়ায় বাসের ধাক্কায় ভূমি কার্যালয়ের কর্মচারী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নজরুল ইসলাম (৫৮) নামের এক আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম বগুড়া শহরতলির ছিলিমপুর এলাকার বাসিন্দা। তিনি আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মরত আইনুর ইসলামের মোটরসাইকেলের পেছনে চেপে বগুড়া থেকে কর্মস্থলে যাচ্ছিলেন নজরুল। পথিমধ্যে এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ও আরোহী দুজনেই ছিটকে পড়েন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।