বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রাণীর মৃত্যু জীবাণুর সংক্রমণে, সিলেটে প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জীবাণুর সংক্রমণে জেব্রা, বাঘ ও সিংহের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের টিলাগড় এলাকার প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, এই সময়ে মানুষের মতো প্রাণীরাও নতুন নতুন রোগে সংক্রমিত হচ্ছে, মারা যাচ্ছে। জীবাণু সংক্রমণে জেব্রা, বাঘ ও সিংহের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে রোগ সংক্রমণের বিষয়টি উঠে এসেছে। একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রাথমিকভাবে জানা গেছে, জীবাণুর সংক্রমণে এসব প্রাণী মারা গেছে।

মন্ত্রী আরও বলেন, ‘যেসব রোগে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। যেসব বিদেশি প্রাণী আনা হয়, সে দেশের জলবায়ু কিংবা থাকার জায়গা আমাদের দেশের মতো না। এ ছাড়া বিভিন্ন ধরনের রোগ ও জীবাণুর সংক্রমণও হয়। এসব নিয়ন্ত্রণের বাইরে কি না, সেগুলোও দেখা হচ্ছে। বেঁচে থাকা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মনজুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক অমলেন্দু ঘোষ, সিলেট আইএলএসটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রুস্তম আলী প্রমুখ।