বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই মানুষ ছুটছে। তবে যানজটে বেড়েছে মানুষের ভোগান্তি। সোমবার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকায়
ছবি : আরিফুল গণি

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের ভিড় আরও বেড়েছে। মহাসড়কটিতে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করছে। আজ সোমবার ভোর থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে থাকে। সেই সঙ্গে মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় যানবাহনের অনেকটাই ধীরগতি লক্ষ করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকার প্রায় ২২ কিলোমিটার অংশে কিছুক্ষণ পরপর থেমে থেমে সৃষ্টি হয় যানজট।

বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন এই সেতু পারাপার হয় ১২ থেকে ১৩ হাজার যানবাহন। ঈদ সামনে রেখে গতকাল রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৪৮১টি যানবাহন পারাপার হয়েছে। এর আগে গত শনিবার সকাল ছয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৭১৩টি যানবাহন পারাপার হয়েছে। গত শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৯১২টি যানবাহন পারাপার হয়েছে। আর বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ২৬৫টি যানবাহন সেতু পারাপার হয়েছে।

সরেজমিন আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, মহাসড়কের ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনের যানবাহনে থেমে থেমে চলছে। আবার মাঝেমধ্যেই একই স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক সময়। ধীরগতিতে কিছু দূর এগোতেই যানবাহনগুলোকে আবার থেমে থাকতে হচ্ছে।

স্বাভাবিক অবস্থায় প্রতিদিন এই সেতু পারাপার হয় ১২ থেকে ১৩ হাজার যানবাহন। ঈদ সামনে রেখে ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৪৮১টি যানবাহন পারাপার হয়েছে।

মহাসড়কের নলকা সেতুটি সরু ও খানাখন্দে ভরা হওয়ায় এবং কড্ডার মোড় এলাকায় নির্মাণাধীন উড়ালসড়ক এলাকায় যানবাহনের গতি কমিয়ে দেওয়ার কারণে সেখান থেকেই যানজটের সৃষ্ট হচ্ছে। মাঝেমধ্যে আবার এই ধীরগতির যানবাহনের জটলা বড় হয়ে ২২ কিলোমিটার এলাকায় বিস্তার লাভ করছে।

দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদ কড্ডার মোড় এলাকায় কথা হয় কামারখন্দ উপজেলার চালা গ্রামের নির্মাণশ্রমিক হাবিব আলীর সঙ্গে। তিনি বলেন, ঢাকা থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পার হয়ে মহাসড়কে গাড়ির ধীরগতির কারণে কড্ডার মোড় পর্যন্ত ১০ মিনিটের রাস্তা আসতে সময় লেগেছে এক ঘণ্টা। তিনি জানান, সেতুর পূর্ব পাড়ে যানজট বর্তমানে অনেকটাই কম। প্রতিটি গাড়ি পশ্চিম পাড়ে এসেই যানজটে পড়েছে।

উত্তরবঙ্গমুখী যানবাহনের ধীরগতি ও যানজটে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখী মানুষ। সোমবার দুপুরে সিরাজগঞ্জের কড্ডার মোড় নির্মানাধীন উড়াল সড়ক এলাকায়
ছবি: আরিফুল গণি

সয়দাবাদ মোড় এলাকায় ব্যক্তিগত গাড়ি নিয়ে যানজটে আটকে থাকা বগুড়া শেরপুর এলাকার আনিছুর রহমান বলেন, থেমে থেমে এমন যানজটে ১০ মিনিটের সড়ক পার হতে এক ঘণ্টার বেশি সময় লেগে যাচ্ছে। থেমে থেমে কচ্ছপগতিতে গাড়ি নিয়ে চলতে হচ্ছে। মাঝেমধ্যেই আবার বেশ কিছুক্ষণ থেমে থাকতে হচ্ছে। এতে গাড়ির তেল খরচ ও সময় দুটিই নষ্ট হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ঈদ সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ প্রচুর বেড়েছে। নির্মাণাধীন উড়ালসড়কের কারণে কড্ডার মোড় এলাকার যানজট ও জরাজীর্ণ সরু নলকা সেতু এলাকায় যানবাহনের ধীরগতির কারণে সৃষ্ট যানজট কখনো কখনো এক হয়ে যাচ্ছে। এসব কারণে নলকার পূর্ব পাশ থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত যানজট তৈরি হচ্ছে।

বঙ্গবন্ধু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকেই মহাসড়কটিতে যানবাহনের সংখ্যা আবারও বেড়েছে। যানজট মোকাবিলায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে।