বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদকারী তিন বন্ধুকে সংবর্ধনা

সম্মাননা স্মারক হাতে নির্মল কুমার কর্মকার, প্রবীর কুমার বর্মণ ও অশোক কুমার পাল (বাঁ থেকে)।
প্রথম আলো

নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদকারী তিন বন্ধু—প্রবীর বর্মণ, নির্মল কর্মকার ও অশোক পালকে দলীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৪৫ বছর পর পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে আজ শুক্রবার তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।

পৌর শহরের চাঁচকৈড় বাজারে ‘যাঁদের রক্তে স্বাধীন এ দেশ’ মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে তিন বন্ধু বলেন, বিবেকবোধ ও চেতনা থেকেই তাঁরা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন। এ জন্য পুলিশি নির্যাতন সহ্য করে ২৯ মাস তাঁদের কারাভোগ করতে হয়েছে। কিন্তু এই আত্মত্যাগের ৪৫ বছর কেটে গেলেও রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পাননি তাঁরা। এখন তাঁরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী এই তিন বন্ধুকে এই সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, সিনিয়র সহসভাপতি মো. আবদুল বারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান মোল্লা প্রমুখ।


বক্তারা তিন বন্ধুর আত্মত্যাগের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিগত বছরগুলোতে পাশে থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর উদ্যোগটি দলের পক্ষ থেকে নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিন বন্ধুকে।


এ বছরের ১৫ আগস্ট প্রথম আলোর অনলাইনে ‘বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী তিন বন্ধুর দিন কাটে অভাব-অনটনে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন

যেভাবে প্রতিবাদ করেছিলেন তাঁরা


বঙ্গবন্ধুকে হত্যা করার পর কীভাবে প্রতিবাদমুখর হয়ে উঠেছিলেন, সেই কথাই শোনালেন তিন বন্ধু। ১৯৭৫ সালে তিন বন্ধুই স্থানীয় বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ১৫ আগস্ট বেতারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর শুনে হতবিহ্বল হয়ে পড়েন তাঁরা। ভয়ে এলাকার সবাই চুপ করে ছিলেন। তবে বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করে তিন বন্ধু দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দেন। পরদিন কলেজের সহপাঠীদের নিয়ে প্রতিবাদ মিছিলও বের করেন।

মিছিলে নেতৃত্ব দেওয়া তিন বন্ধুকে খোঁজা শুরু করে পুলিশ। গ্রেপ্তার করার জন্য হানা দেয় তাঁদের বাড়িতে। পরিস্থিতি বুঝে তিন মাসের জন্য আত্মগোপনে চলে যান তাঁরা। এরপর ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতা হত্যার পর আবার প্রকাশ্যে আসেন তাঁরা। গর্জে ওঠে তাঁদের প্রতিবাদী কণ্ঠস্বর। তিন দিন পর ৬ নভেম্বর পুলিশের হাতে আটক হন তিন বন্ধু। স্বজনদের সামনেই অমানুষিক নির্যাতন করা হয় তাঁদের। থানায় নিয়ে নানা কায়দায় শারীরিক নির্যাতন করা হয়। পরদিন নেওয়া হয় নাটোর কারাগারে। সেখানে ১৫ দিন রাখার পর পাঠানো হয় রাজশাহী কারাগারে।

তিন মাস পর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অশোক পালকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। কিন্তু পরীক্ষার দিন কেন্দ্র থেকেই তাঁকে আবার আটক করে পুলিশ। জামিন না পাওয়ায় পরীক্ষা দিতে পারেননি প্রবীর বর্মণ ও নির্মল কর্মকার।


প্রবীর বর্মণ ও নির্মল কর্মকার জানালেন, রাজশাহী জেলখানায় বিচারবহির্ভূতভাবে দুই বছর আটকে রাখা হয় তাঁদের। দুই বছরের মাথায় রাজশাহী জেলা জজ আদালতে ছয় মাসের সশ্রম কারাদণ্ড হয় তাঁদের। একই সঙ্গে ২০০ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের জেল দেওয়া হয়। জমি-গরু বিক্রি করে জরিমানার টাকা পরিশোধ করেছিলেন তাঁরা।

বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজের তৎকালীন অধ্যক্ষ মোহাম্মদ জালালউদ্দিন তিন বন্ধুর ঘটনার স্মৃতিচারণা করে প্রথম আলোকে বলেন, ‘আমি ওই সময় কলেজের অধ্যক্ষ ছিলাম। ওরা তিন বন্ধু বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে কলেজসহ আশপাশের দেয়ালে পোস্টার লাগায়, মিছিল করে। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে।’


তিন বন্ধুর সঙ্গে ওই সময় একই কারাগারে বন্দী ছিলেন নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কুদ্দুস। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় আমি রাজশাহী বিভাগীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। রাজশাহী কারাগারে আমার পাশের কক্ষে ছিলেন তিন বন্ধু। তাঁদের সঙ্গে কথা হতো। তখন জানতে পেরেছিলাম, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় তাঁরা বন্দী হয়েছে।’


১৯৭৫ সালে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মো. ইসমাইল হোসেন শাহ। তিনি জানান, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে তিন বন্ধুর পুলিশি নির্যাতনের শিকার হওয়া এবং কারাভোগ করার ঘটনাটি তিনিসহ এলাকাবাসী জানতেন।