বঙ্গবন্ধুর জন্মদিনে জন্ম, বঙ্গমাতার নামে নবজাতকের নাম ‘রেণু’

হাসপাতালের গাইনি ওয়ার্ডে ফুল নিয়ে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
ছবি: প্রথম আলো

আজ ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। প্রথম প্রহরে চাঁদপুর জেনারেল হাসপাতালে জন্ম নেওয়া প্রথম নবজাতককে কোলে নেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় নবজাতকের মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে জেলা প্রশাসক পরিবারের অনুমতি নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ডাকনামে নবজাতকের নাম রাখেন ‘রেণু’।

চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান বিষয়টি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন সাহাদাৎ হোসেনসহ অন্য চিকিৎসকেরা।

নবজাতকের বাবা আনোয়ার হোসেন ও মা লিজা আক্তার। তাঁদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকায়।

মাহবুবুর রহমান বলেন, রাত ১২টা ৫ মিনিটে হাসপাতালের গাইনি ওয়ার্ডে শিশুটির জন্ম হয়। খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ভোরে তাঁকে দেখতে আসেন। এ সময় তিনি শিশুটিকে কোলে নেন এবং মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বঙ্গমাতার ডাকনামে নবজাতকের নাম রাখেন ‘রেণু’।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘জেলা প্রশাসকের পাশাপাশি আমি একজন মা। এ জন্য আজকের এই বিশেষ দিনে চাঁদপুর জেনারেল হাসপাতালে জন্ম নেওয়া প্রথম নবজাতককে দেখতে গিয়েছি। ওই নবজাতককে দেখে খুব ভালো লেগেছে।’