বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০০ কুমির সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবনে ১০০ কুমির অবমুক্ত করেছে বন বিভাগ। করমজল খালে বুধবার সকালে
ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুন্দরবনে ১০০টি লবণ পানির কুমির অবমুক্ত করেছে বন বিভাগ। সুন্দরবনের দুটি বিভাগের চারটি রেঞ্জে বুধবার একযোগে এসব কুমির পানিতে ছাড়া হয়।

বেলা ১১টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল কুমির প্রজননকেন্দ্রের পাশের করমজল খালে আটটি লবণ পানির কুমির ছেড়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কুমির ছাড়ার এই উদ্যোগ নেয়। সুন্দরবনের ভেতরের নদী ও খালের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ এগুলো ভূমিকা রাখবে বলে জানিয়েছে বন বিভাগ। অবমুক্ত ১০০ কুমিরের মধ্যে দুটি ১৫ বছর বয়সী বাকি ৯৮টি ৭-৯ বছর বয়সী।

কুমির অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক (সিসিএফ) আমির হোসাইন চৌধুরী, খুলনার বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মোহসিন হোসেন, করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির প্রমুখ।

বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলা নিয়ে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগ। এই দুটি বিভাগে চারটি রেঞ্জের বিভিন্ন নদী খালে এসব কুমির ছাড়া হয়েছে। সুন্দরবনের করমজল কেন্দ্রে কুমিরের ডিম থেকে ফোটানো বাচ্চা লালন-পালন করে বড় করা হয়। সেসব কুমির বনের নদী ও খালে অবমুক্ত করা হলো।