‘বঙ্গবন্ধুর ভাষণ পুরো জাতিকে উদ্বুদ্ধ করেছিল’

বেলুন উড়িয়ে ‘আনন্দ উদযাপন’ অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের এ এইচ এম খায়রুজ্জামান, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকসহ অতিথিরা। রোববার রাজশাহী কলেজ চত্বরে
ছবি: প্রথম আলো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ। রাজশাহী কলেজ প্রাঙ্গণে রোববার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘আনন্দ উদযাপন’ শিরোনামের এ অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ মোহা. হবিবুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, বিশ্বের মধ্যে তিনটি ভাষণ মুক্তিকামী মানুষের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে। এর মধ্যে একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। ১৮ মিনিটের ওই বক্তব্য পুরো জাতিকে উদ্বুদ্ধ করতে পেরেছিল। ভাষণে যদি রাষ্ট্রদ্রোহী কিছু থাকত, পশ্চিমা সামরিক জান্তারা তাতে সামান্য একটু যদি ভুল পেত, তাহলে বঙ্গবন্ধুকে সেদিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হতো। ৭ মার্চ ভাষণের মধ্যে রাষ্ট্রদ্রোহী কোনো কথা ছিল না। তিনি বাঙালি জাতিকে দিকনির্দেশনা দিয়ে গিয়েছিলেন। ওই ভাষণের মাধ্যমে সেদিনই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

অনুষ্ঠানে বোয়ালিয়া মডেল থানার আয়োজনে প্রথমে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভা শেষে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।