বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্য: ছাত্রলীগের দুই নেতার পদ স্থগিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের দুজন নেতার পদ স্থগিত করা হয়েছে। গত সোমবার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া দুজন হলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিলন মোল্যা ও স্কুলবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ওই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মো. আজাদ হোসেন মৃধা, সভাপতি, উপজেলা ছাত্রলীগ, কাশিয়ানী

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিলন মোল্যা ও স্কুলবিষয়ক সম্পাদক আমিরুল ইসলামের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হলো। তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ছাত্রলীগ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হলো।

এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও মিলন মোল্যা ও আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ওই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।