বঙ্গোপসাগরে বিকল জাহাজ এখন সচল, ফিরছে ১৭০ পর্যটক নিয়ে

এসটি শহীদ সালাম নামের জাহাজটির ইঞ্জিন গতকাল রোববার বঙ্গোপসাগরে বিকল হয়ে পড়ে
প্রথম আলো

বঙ্গোপসাগরে জাহাজের ইঞ্জিন বিকল হওয়ায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা আজ সোমবার একই জাহাজে করে কক্সবাজারের টেকনাফে ফিরছেন। বেলা সাড়ে তিনটায় সেন্ট মার্টিন জেটি থেকে আটকে পড়া পর্যটকদের নিয়ে এসটি শহীদ সালাম টেকনাফের উদ্দেশে রওনা করে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন জাহাজটির টেকনাফের পরিচালনা ব্যবস্থাপক জাকির হোসেন।

গতকাল রোববার ইঞ্জিন বিকল হয়ে ২০৫ জন পর্যটকসহ বঙ্গোপসাগরে আটকা পড়েছিল সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী এসটি শহীদ সালাম। আড়াই ঘণ্টা সাগরে আটকা থাকার পর জাহাজটির যাত্রীদের স্পিডবোট ও ট্রলারে করে সেন্ট মার্টিনে ফেরত নেওয়া হয়। তবে জাহাজটি সারা রাত সাগরে নোঙর করা অবস্থায় ছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর পর্যটকদের নিরাপদে সেন্ট মার্টিনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। এখন জাহাজটির নষ্ট হয়ে যাওয়া গিয়ারের মোটর বক্স মেরামত করা হয়েছে। অন্য পর্যটকদের নিয়ে জাহাজটি টেকনাফ আসছে।

জাহাজটির টেকনাফের পরিচালনা ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল জাহাজটি সেন্ট মার্টিন থেকে টেকনাফ যেতে পারেনি। জাহাজের পর্যটকদের রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। জরুরি কাজ থাকায় ৩৫ জন পর্যটককে স্পিডবোটের মাধ্যমে সকালে টেকনাফে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। রাতেই চট্টগ্রাম থেকে টেকনিশিয়ান এনে সকালের দিকে জাহাজের গিয়ার বক্স মেরামত করা হয়েছে। পর্যটকদের অনুরোধে আজ বিকেলের দিকে আটকে পড়া ১৭০ জনকে নিয়ে জাহাজটি সেন্ট মার্টিন ছেড়েছে।

ওই জাহাজে থাকা রাজশাহীর একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী সাদেকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাহাজটির ইঞ্জিনের সমস্যা হওয়ায় গতকাল সেটি ফিরতে পারেনি। তবে জাহাজ কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপদে রাখার ব্যবস্থা করেছিল।