বজ্রপাতে যমুনা রেলসেতুর নির্মাণকাজের নিরাপত্তাকর্মী নিহত

বজ্রপাত
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে বজ্রপাতে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নির্মাণকাজের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের শিল্পপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন (২০)। তিনি ওই এলাকার জাহাঙ্গীর আলম খানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বজ্রপাতে নাসির উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, নাসির উদ্দিন শিল্পপার্ক এলাকায় নিরাপত্তাকর্মীর দায়িত্বে ছিলেন। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।