বনপাড়ার প্রতিটি বাড়িতে যাবে সুপেয় পানি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় প্রতিটি বাড়িতে সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ১১ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ শুরু হয়।

বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন জানান, দেশের ৩০টি পৌরসভার মতো বনপাড়া পৌরসভার প্রতিটি বাড়িতে সুপেয় পানি সরবরাহ ও শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণের প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে সরকার (জিওবি), বিশ্বব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ১৮ মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে সরকার (জিওবি), বিশ্বব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ১৮ মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে এই প্রকল্পের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুস। পৌর মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ওই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকল্প পরিচালক মীর আবদুস সাহিদ, রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শামীম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।