বরযাত্রীবাহী ট্রলারডুবি: আরও এক শিশুর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাট খালের মুখে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লাশটি আমির হোসেন ওরফে বেচুর (দেড় বছর)। সে হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচরের মোহাম্মদপুর গ্রামের মো. ইলিয়াছের ছেলে। ট্রলারডুবির ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হলো।
ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের ভারপ্রাপ্ত কমান্ডার লে. তাহসিনুর রহমান। প্রথম আলোকে সন্ধ্যা সাতটার দিকে তিনি বলেন, বিকেল পৌনে পাঁচটার দিকে উদ্ধার অভিযানে থাকা কোস্টগার্ডের একটি দল শিশুটির লাশ উদ্ধার করে। রাতে লাশটি আইনি প্রক্রিয়া শেষ করে শিশুটির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ নিয়ে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নারী, শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হলো। এর আগে গত মঙ্গলবার ট্রলারডুবির দিন নববধূসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড ও হাতিয়া নৌ পুলিশ সূত্রে জানা গেছে, এ নিয়ে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নারী, শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হলো। এর আগে গত মঙ্গলবার ট্রলারডুবির দিন নববধূসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়। এরপর গত শুক্রবার দুপুরে ও সন্ধ্যায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। গতকাল শনিবার সকালে উদ্ধার করা হয় এক নারীর লাশ।
সূত্র জানায়, ট্রলারডুবির ঘটনায় এখনো একই পরিবারের দুই শিশুসহ আরও চারটি শিশু নিখোঁজ রয়েছে। তারা হলো চানন্দি ইউনিয়নের আল-আমিন গ্রামের আবদুল কাদেরের মেয়ে নুর নাহার (৩), কাদেরের বোনের মেয়ে হালিমা খাতুন (৪) এবং ভোলার মনপুরার মহিউদ্দিনের মেয়ে নামিয়া আক্তার (৩) ও আবদুর রহিমের ছেলে মো. আলিফ (২)।