বরযাত্রীবাহী ট্রলারডুবি: এক শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৭

নৌকায় উদ্ধার করা শিশুর লাশ। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রামগতির টাংকিরঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আজ শুক্রবার নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। বেলা তিনটার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টাংকিরঘাটের পাঁচ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লাশটি পাওয়া যায়।

লাশটি মো. হাসানের (৭)। সে হাতিয়ার চানন্দি ইউনিয়নের আল-আমিন গ্রামের আবদুল কাদেরের ছেলে।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট তাহসিনুর রহমান বলেন, উদ্ধার অভিযানের একপর্যায়ে নদীতে ওই শিশুর লাশ ভাসতে দেখা যায়। কোস্টগার্ডের ডুবুরি দলের সদস্যরা লাশটি উদ্ধার করেন। তীরে আনার পর স্বজনেরা লাশটি শনাক্ত করেন।

ছয় শিশুসহ সাতজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে কোস্টগার্ডের একাধিক দল নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে।
তাহসিনুর রহমান, কমান্ডার, হাতিয়া কোস্টগার্ড

পরিবার, প্রশাসন ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, হাতিয়ার নলের চরের উত্তর আজিমপুর গ্রামের ইব্রাহিম সওদাগরের মেয়ে তাছলিমা আক্তারের (২১) সঙ্গে গত সোমবার ঢালচরের বেলাল মিস্ত্রির ছেলে ফরিদ উদ্দিনের বিয়ে হয়। পরদিন মঙ্গলবার তাছলিমাকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে নেওয়া হচ্ছিল।

বেলা দেড়টার দিকে চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে মেঘনার স্রোতে ট্রলারটি উল্টে যায়। সেটি রামগতির টাংকিরঘাট এলাকায় ভেসে যায়। সেখানে জেলেরা তাছলিমাসহ পাঁচজনের লাশ উদ্ধার করেন। পরে হাতিয়ার চানন্দি ঘাটে দুটি লাশ পাওয়া যায়। নিখোঁজ ছিলেন আটজন। তাঁদের একজনের লাশ আজ উদ্ধার করা হলো।

লেফটেন্যান্ট তাহসিনুর রহমান আরও বলেন, ছয় শিশুসহ সাতজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে কোস্টগার্ডের একাধিক দল নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও পরিবার জানায়, এখনো নিখোঁজ সাতজনের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাঁরা হলেন হাতিয়ার আল-আমিন গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী জাকিয়া খাতুন (৫৫), তাঁদের ছেলেপক্ষের নাতনি নুর নাহার (৩) ও মেয়েপক্ষের নাতনি হালিমা খাতুন (৪)। অন্য চারজন হলো পূর্ব আজিমনগরের রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা আক্তার (১), বয়ার চরের মো. ইলিয়াছের ছেলে আমির হোসেন (দেড় বছর) এবং ভোলার মনপুরার মহিউদ্দিনের মেয়ে নামিয়া আক্তার (৩) ও আবদুর রহিমের ছেলে মো. আলিফ (২)।

হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্লাহ বলেন, নিখোঁজদের উদ্ধারে নৌ পুলিশ চতুর্থ দিনের মতো আজ মেঘনার কাজির বাজার ও বাংলাবাজার ঘাট এলাকায় অভিযান চালায়। লক্ষ্মীপুর অংশেও নৌ পুলিশের আরেকটি দল কাজ করছে।