বরিশালে করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু

করোনা ভাইরাস
প্রতীকী ছবি

বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ২৯২ জনের মৃত্যু হলো। বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় এসব তথ্য জানিয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, এখন পয৴ন্ত হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ১৯৯ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৯৩ জন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই হাসপাতালে ৬০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ এবং ৪৫ জন আইসোলেশনে আছেন।

এদিকে আজ সকাল পর্যন্ত বিভাগে নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ১০৭ জন। বরিশাল জেলায় নতুন শনাক্ত ১৩ জন নিয়ে মোট ৭ হাজার ২৩১ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪ জন নিয়ে মোট ২ হাজার ৩৫৪ জন, ভোলা জেলায় নতুন কেউ শনাক্ত হননি। ফলে এ পর্যন্ত ভোলায় মোট শনাক্ত ১ হাজার ৯৮৪ জন, পিরোজপুর জেলায় নতুন ১৭ জন নিয়ে মোট ১ হাজার ৮০৭ জন, বরগুনা জেলায় নতুন ৩ জন নিয়ে মোট শনাক্ত ১ হাজার ৩১৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১৫ জন। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক বাসুদেব কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

কয়েক দিন ধরে পিরোজপুর জেলায় সংক্রমণে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। পিরোজপুরের পার্শ্ববর্তী বাগেরহাট জেলায়ও সংক্রমণ বাড়ছে। এই দুই জেলাতেই ভারতীয় ডেলটা ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। ফলে বরিশাল বিভাগজুড়ে এই ধরন ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।