বরিশালে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

অগ্নিকাণ্ড
প্রতীকী

বরিশাল নগরে পৃথক স্থানে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ এবং অপরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের বটতলা এলাকায় ও বাস টার্মিনাল এলাকায় ওই দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বটতলা এলাকায় প্রথমে লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে টিনশেড দোকানটি মালসহ পুড়ে গেছে।

দোকানমালিক হাবিবুর রহমান বলেন, তাঁর দোকানে থাকা প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে প্রায় একই সময়ে নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় টিভিএস মোটরসাইকেলের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শোরুমের পাঁচটি মোটরসাইকেল পুড়ে গেছে। এ ছাড়া শোরুমটির পেছনের একটি অংশও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুটি অগ্নিকাণ্ডের ঘটনাই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. হাসান আলী বলেন, বরিশাল দক্ষিণ স্টেশনের মোট পাঁচটি ইউনিট দুটি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।