বরিশালে পোশাকের প্রদর্শনী কেন্দ্রে হামলা, আটক ৫

প্রতীকী ছবি

বরিশাল নগরের সদর রোডে একটি  তৈরি পোশাকের প্রদর্শনী কেন্দ্রে (শোরুম) হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। রোববার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই প্রদর্শনী কেন্দ্রে হামলার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

টপ টেন নামের ওই প্রদর্শনী কেন্দ্রের বিক্রয়কর্মীরা অভিযোগ করেছেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ৪০-৪৫ জন দুর্বৃত্ত ক্রেতা হিসেবে প্রদর্শনী কেন্দ্রে আসে। এরপর তারা জামা-প্যান্ট ও অন্যান্য মালামাল দেখতে থাকে। একপর্যায়ে টাকা না দিয়ে মালামাল নিয়ে যেতে উদ্যত হলে বিক্রয়কর্মীরা তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা বিক্রয়কর্মীদের মারধর শুরু করে এবং সামনের কাচ ভাঙচুর করে। এ সময় বিক্রয়কর্মীরা পাঁচজনকে আটক করে পুলিশে খবর পাঠান। খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. সজীব (১৮), মো. শুভ  (২২),  মো. রোহান (১৭), রাকিব হোসেন (২৮) ও শাহাদাত হোসেন (৩২)। তাঁদের মধ্যে মো. সজীবের বাড়ি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামে। সজীব জানান, তিনি এখানে কেনাকাটা করতে এসেছিলেন। এ সময় গন্ডগোল হলে তিনি আটকা পড়েন। পরে প্রদর্শনী কেন্দ্রের কর্মচারীরা তাঁকে আটকে রাখেন।

আটক শুভ নামের অপর একজন জানান, তিনি বিএম কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাড়ি নগরের কাশিপুর এলাকায়। কেনাকাটা করতে আসার পর গন্ডগোল হলে কর্মচারীরা তাঁকে আটকে রাখেন। তিনি  হামলার সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।