বরিশালে বউভাতে মারামারিতে নিহতের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা

বর–কনে
প্রতীকী ছবি

বরিশালে একটি বউভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বরপক্ষের সঙ্গে কনেপক্ষের মারামারিতে বরের চাচার মৃত্যুর ঘটনায় আটক ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার সকালে বরিশাল নগরের বিমানবন্দর থানায় মামলাটি করেন নিহত আজহার মীরের (৬৫) ছেলে সুরুজ মীর।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন ইসলাম জানান, মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। আটক ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীরের সঙ্গে বরিশাল নগরের কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। দুদিন আগে রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে তুলে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বরের বাড়িতে আয়োজন করা হয় বউভাত অনুষ্ঠানের। কনেপক্ষ থেকে ৪৮ জন সেই অনুষ্ঠানে যান। তাঁরা খাবার খেতে বসেন। খাওয়ার একপর্যায়ে তাঁদের কয়েকজন মাংস কম দেওয়ার অভিযোগ করেন। এ নিয়ে বরপক্ষের লোকজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। ক্রমে তা হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়।

আরও পড়ুন

একপর্যায়ে বরের চাচা আজহার মীর দুপক্ষকে থামাতে গেলে হামলার শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর বরপক্ষের লোকজন কনেসহ ২২ জনকে আটকে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম ও বিমানবন্দর থানার সহকারী কমিশনার নাসরিন জাহান। তাঁরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান এবং রাতেই লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বরপক্ষ যাঁদের আটক করেছিলেন তাঁদের পুলিশ গতকাল রাতে থানায় নিয়ে যায়।