বরিশালে বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার

বরিশালে মহানগর বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুত পুলিশের সাঁজোয়া যান। বৃহস্পতিবার নগরের জিলা স্কুল সংলগ্ন এলাকায়ছবি: প্রথম আলো

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশাল নগরে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে বরিশালে আজ বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

বিএনপির এ কর্মসূচি ঘিরে বরিশাল নগরে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত থাকবেন। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রচুরসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করছেন। এ কারণে বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকেই জিলা স্কুল মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এখানে জলকামানসহ পুলিশের সাঁজোয়া যান রাখা হয়েছে।

এর আগে বুধবার রাতে নগর পুলিশ বরিশাল জিলা স্কুল মাঠে এ সমাবেশের অনুমতি দেয়। ইতিমধ্যে সমাবেশস্থলে বরিশাল নগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। বেলা দুইটায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি।

বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে জিলা স্কুল মাঠ সমাবেশ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছবি: প্রথম আলো

বরিশাল নগর বিএনপির সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, ‘১৪ ফেব্রুয়ারি আমরা সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময়ক্ষেপণের পর বুধবার রাতে এখানে সমাবেশের অনুমতি দিয়েছে। সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাগম হওয়ার কথা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার নামে কঠোর অবস্থান নেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করেছে। এরপরও বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশস্থলে আসছেন।’

বুধবার বিকেলে এক মতবিনিময় সভায় বরিশাল নগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার অভিযোগ করেছিলেন, ‘মঙ্গলবার গভীর রাত থেকে নগরের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আশা করি, সরকার আমাদের অনুমতি দিয়ে সমাবেশ সফল করার কাজে সহযোগিতা করবে।’

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে আজ (১৮ ফেব্রুয়ারি) বরিশালে বিক্ষোভ সমাবেশের দিনক্ষণ নির্ধারণ করা হয়।

দলীয় সূত্র জানায়, দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে আজ (১৮ ফেব্রুয়ারি) বরিশালে বিক্ষোভ সমাবেশের দিনক্ষণ নির্ধারণ করা হয়। সমাবেশ থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত বাতিল, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দণ্ড দেওয়ার প্রতিবাদ জানানো হবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম। এতে বিশেষ অতিথি থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, চট্টগ্রাম সিটি করেপোরেশনের মেয়র প্রার্থী শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন।