বরিশালে মহিলা দলের নতুন কমিটির অভিষেক

বরিশাল জেলা (উত্তর) মহিলা দলের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে অতিথিরা। শুক্রবার দুপুরে নগরের সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বরিশাল জেলা (উত্তর) মহিলা দলের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে তাঁদের কার্যক্রম শুরু করেছে। তাঁদের অভিষেক উপলক্ষে আজ শুক্রবার দুপুরে নগরের সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, বিএনপিকে যতই দমন-পীড়ন করা হোক না কেন, সরকারের শেষ রক্ষা হবে না।

খালেদা জিয়াকে বন্দী রেখে, তারেক রহমানকে সাজানো মামলায় দণ্ড দিয়ে সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার স্বপ্ন দেখছে। কিন্তু দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি জেগে উঠেছে। সরকারের সেই স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না।

জেলা (উত্তর) মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিপি নাসরিনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা (উত্তর) বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা তিথি ও সাধারণ সম্পাদক পাপিয়া আজাদ। এ সময় উত্তর জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন, আসাদুজ্জামান মুক্তা, হিজলা উপজেলা বিএনপি সদস্য মনির দেওয়ানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিষয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর মন্তব্যেরও সমালোচনা করেন বক্তারা। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কটূক্তি করেছেন, তা অত্যন্ত গর্হিত। দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য তাঁকে হত্যার হুমকি দেওয়ার শামিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ধরনের মন্তব্য তাঁর ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ।

সভায় মহিলা দলকে সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আগামী দিনে কঠোর ও সর্বাত্মক আন্দোলনে মহিলা দলকে রাজপথে ভূমিকা রাখতে হবে। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

সংগঠনের নেতারা জানান, গত ১৮ এপ্রিল বরিশাল জেলা (উত্তর) মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। চৌধুরী শরীফা নাসরিনকে সভাপতি ও লিপি নাসরিনকে সাধারণ সম্পাদক করে ৯১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ।