বরিশালে ১ অক্টোবর থেকে বন্ধ ব্যাটারিচালিত রিকশা

বরিশালে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা। ছবি: ফাইল ছবি
বরিশালে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা। ছবি: ফাইল ছবি

বরিশাল শহরে ব্যাটারিচালিত রিকশা ও হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নগর ট্রাফিক পুলিশ বিভাগ। শহরে যানজট কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে সীমিত আকারে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

নগর ট্রাফিক পুলিশ বিভাগ বলছে, প্রাথমিক পর্যায়ে শুধু শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জনগণের ভোগান্তি কমাতে আস্তে আস্তে কয়েক ধাপে পুরো শহরে ব্যাটারিচালিত রিকশা ও হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বর্তমানে সিটি করপোরেশনের তালিকাভুক্ত ব্যাটারিচালিত রিকশার সংখ্যা ২ হাজার ৬১০টি। তবে বাস্তবে শহরে এর চেয়ে বেশি রিকশা চলাচল করছে। সিটি করপোরেশনের ধারণা, বৈধ-অবৈধ মিলিয়ে বরিশাল শহরে পাঁচ হাজারের বেশি ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে।

শহরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের বেশির ভাগ সড়ক দখল করে আছে তিন চাকার হলুদ ইজিবাইকগুলো। এসব যানবাহনের চালকদের বেশির ভাগেরই ড্রাইভিং লাইসেন্স নেই। আইন অমান্য করে প্রায়ই ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানো–নামানো করেন তাঁরা। এ কারণে যানজটের পাশাপাশি ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে।

বরিশাল নগর পুলিশ সূত্র জানিয়েছে, প্রথম ধাপে আগামী ১ অক্টোবর থেকে সদর রোডের জিলা স্কুল মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত, কাকলির মোড় থেকে সিটি করপোরেশনের মোড় হয়ে সেটেলমেন্ট অফিস মোড় পর্যন্ত, ডাচ্‌–বাংলা ব্যাংকের মোড় থেকে গির্জা মহল্লা হয়ে ফলপট্টির মোড়, ভাটারখাল ক্রসিং থেকে ডিসি অফিস গেট, সিটি করপোরেশনের মোড় ও ফলপট্টির মোড় হয়ে চকেরপুল পর্যন্ত হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে এরই মধ্যে শহরে মাইকিং ও প্রচারণা শুরু করেছে বরিশাল নগর পুলিশ।

জানতে চাইলে বরিশাল নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম প্রথম আলোকে বলেন, বরিশাল নগর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসন এবং নগরবাসীর চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধঘোষিত ব্যাটারিচালিত রিকশা ও হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। প্রথম ধাপে কয়েকটি সড়কে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে শহরের সব কটি এলাকার সড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ করা হবে।