বরিশালে ৩৩৩ নম্বরে সহায়তা চাওয়া ৫০০ পরিবার পেল খাদ্য

করোনায় খাদ্যসংকটে পড়া ৫০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে
ছবি: এম জসীম উদ্দীন

সরকারের জরুরি হটলাইন ‘৩৩৩’ নম্বরে কল করে খাদ্যসহায়তা চাওয়ার পর বরিশাল সদর উপজেলার ৫০০ পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসের ধানসিঁড়ি মিলনায়তনে এসব খাদ্যসহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুকের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। পরে তাঁর পক্ষে এসব শুভেচ্ছা উপহারসামগ্রী বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত) মো. নাজমুল হুদা, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা প্রশান্ত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

সহায়তাপ্রাপ্ত ব্যক্তিদের ১৬ কেজি খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে চাল, ডাল, আলু, তেল, চিড়া, লবণ ইত্যাদি রয়েছে। বরিশাল জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৫০০ পরিবারের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল হুদা প্রথম আলোকে বলেন, বরিশাল সদরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৩৩ কল পেয়ে তিন ধাপে ১ হাজার ৫৪৬ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। যখনই তাঁরা কল পাচ্ছেন, তখনই যাচাই-বাছাই করে তাৎক্ষণিক সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছেন। জেলার বাকি নয়টি উপজেলা এবং সিটি করপোরেশন এলাকায়ও একইভাবে জেলা প্রশাসকের নেতৃত্বে ফোন পাওয়ার সঙ্গে দ্রুত সাড়া দেওয়া হচ্ছে।

আরও পড়ুন