বরুড়ায় বসতঘরে অগ্নিকাণ্ড, গৃহবধূর মৃত্যু

কুমিল্লার বরুড়া উপজেলার ডেউয়াতলি গ্রামে আগুনে পুড়ে যাওয়া রেজাউল ইসলামের বসতঘর। আজ শুক্রবার সকালে তোলা ছবি
প্রথম আলো

কুমিল্লার বরুড়া উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে ইয়াসমিন আক্তার (২১) নামের এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে বরুড়া ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামে আলতাফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার বরুড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাব অফিসার আসাদুজ্জামান এ খবর জানান।

অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া  ইয়াসমিন আক্তার ডেউয়াতলী গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। দুই মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল।

বরুড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ভোর ৬টায় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া ঘর থেকে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় ইয়াসমিনের স্বামী রেজাউল ইসলাম মসজিদে ছিলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে প্রথমে রেজাউলের ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তাপে রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয় ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। দুই মাস আগে ইয়াসমিনের বিয়ে হয়েছিল।