বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চালু 'আমেরিকান কর্নার'

রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করে মার্কিন রাষ্টদূত আর্ল মিলার। গতকাল বিকেলে।  প্রথম আলো
রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করে মার্কিন রাষ্টদূত আর্ল মিলার। গতকাল বিকেলে। প্রথম আলো

রাজশাহীতে ‘আমেরিকান কর্নার’–এর উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল বুধবার দুপুরে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাজশাহী নগরের তালাইমারী ক্যাম্পাসে এই কর্নার চালু করা হয়েছে।
উদ্বোধনকালে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আমেরিকান কর্নার রয়েছে। শিক্ষানগরী রাজশাহীতেও এটি চালু করা হলো। প্রধানত, শিক্ষার্থীদের কথা চিন্তা করে কর্নারগুলো চালু করা হলেও এগুলো সব শ্রেণি-পেশার মানুষেরই কাজে লাগবে। রাষ্ট্রদূত বলেন, এটা একটা তথ্যকেন্দ্র। আমেরিকার সব তথ্যই এখানে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন ও খবরের কাগজে পরিপূর্ণ থাকবে এই তথ্যকেন্দ্র।
এই কর্নারের উদ্বোধনের আগে রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা সাইদুর রহমান খান।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও আমেরিকান কর্নারের কো-অর্ডিনেটর আইরিন সুলতানাসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।