বর্ণিল আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বেলুন উড়িয়ে রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান। শুক্রবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে
ছবি: প্রথম আলো

‘প্রিয় আঙিনায় বারে বারে’ স্লোগানে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শুক্রবার বেলা ১১টায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ‘আরএমসি ডে-২০২২’ শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে কলেজ ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি ডাক্তার কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে সামনে গিয়ে শেষ হয়। আলোচনা সভাসহ দিনব্যাপী কর্মসূচিতে ছিল স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আরএমসি-ডে’ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মনসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তবিবুর রহমান শেখ, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, স্বাচিপ রাজশাহীর সভাপতি চিন্ময় কান্তি দাস, বিএমএ ও স্বাচিপ রাজশাহীর সাবেক সভাপতি এসআর তরফদার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুল্লাহ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএমসি ডে উদ্‌যাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান।