বলেশ্বর নদে ধরা পড়ল ২০ কেজির কোরাল

বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের কোরাল মাছ
ছবি: প্রথম আলো

বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদে জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। গতকাল বুধবার গভীর রাতে মোহাম্মদ হাসান নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে ওই জেলের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে ইউনুছ মিয়া নামের এক পাইকার আজ বৃহস্পতিবার মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী ইউনুছ মিয়া বলেন, জেলে হাসানের কাছ থেকে ২০ কেজি ওজনের কোরাল মাছটি ৮০০ টাকা কেজি দরে তিনি কেনেন। পরে পাথরঘাটা বাজারে কোরাল মাছটি কেটে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি নদে ৫ থেকে ২০ কেজি ওজনের কোরাল মাছ পাওয়া যাচ্ছে। এসব মাছ বেশ সুস্বাদু।

পাথরঘাটা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার প্রথম আলোকে বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল একটি মাছ। তবে পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত থেকে ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরাল মাছও পাওয়া যায়। এই মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।