বসুরহাটে কাদের মির্জার বিরুদ্ধে বিরোধীদের কড়া স্লোগান

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭ মার্চের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজ রোববার উপজেলা ডাক-বাংলোর বীরউত্তম নুরুল হক মিলনায়তনের সামনে
প্রথম আলো

‘সত্যবচনে’ আলোচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে সমাবেশে কড়া সব স্লোগান দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজনে তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। আজ রোববার বেলা ১১টায় উপজেলার ডাকবাংলো এলাকার বীর নুরুল হক বীর উত্তম (ডাকবাংলো) মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আলোচনা সভায় যোগ দিতে উপজেলার আটটি ইউনিয়ন থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা সদরে আসেন। তাঁরা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে স্লোগান দেন। এ সময় কাদের মির্জার বিরুদ্ধে ‘অপরাজনীতির’ অভিযোগ তুলে নানা স্লোগান দেন তাঁরা। এতে আলোচনা সভাটি শেষ পর্যন্ত কাদের মির্জাবিরোধী সমাবেশে পরিণত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে বাদল, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আ জ ম পাশা চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই ভাগনে মাহবুবুর রশিদ মঞ্জু ও ফখরুল ইসলাম রাহাত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

আলোচনা সভার শুরুতে গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তারা মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। তাঁরা বলেন, কাদের মির্জা প্রায় দুই মাস ধরে তথাকথিত ‘সত্যবচনের’ নামে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছেন। তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তাঁর স্ত্রীসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে নানা বক্তব্য দেন, যা দলের শৃঙ্খলাবিরোধী।

নোয়াখালীতে ৭ মার্চ উপলক্ষে পৃথক কর্মসূচি

৭ মার্চ উপলক্ষে নোয়াখালী জেলা শহরেও পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে বেলা সাড়ে ১১টায় শহরের মাইজদী হাউজিং বালুর মাঠে আলোচনা সভার ব্যানারে বিশাল শোডাউন করেছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। সভা শেষে মেয়রের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহর প্রদক্ষিণ করে।

অন্যদিকে একই দিবস উপলক্ষে বেলা তিনটায় শহরের দক্ষিণ প্রান্তের সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে ৭ মার্চের আরেকটি আলোচনা সভা ডাকা হয়েছে শহর আওয়ামী লীগের ব্যানারে। ওই সভায় প্রধান অতিথি স্থানীয় সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। সভায় ব্যাপক লোক সমাগমের জন্য জেলার সুবর্ণচর ও কবিরহাট এলাকা থেকে দলীয় নেতা-কর্মীদের জড়ো করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে ৭ মার্চ উপলক্ষে আজ রোববার সকালে শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।