বস্তা মাথায় নিয়ে খালে ডুবলেন শ্রমিক

লাশ
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খালের পানিতে ডুবে কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার এখলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম খালেক আলী (৪৫)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পিকা গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এখলাশপুর এলাকায় দীর্ঘদিন ধরে খালেক আলী কৃষিশ্রমিকের কাজ করে আসছিলেন। গতকাল সন্ধ্যায় এক ব্যক্তির ধানের বীজের বস্তা মাথায় নিয়ে খাল পার হওয়ার সময় আচমকা পা পিছলে খালের পানিতে ডুবে যান তিনি। কিছুক্ষণ পর অন্য শ্রমিকেরা এসে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।