বস্তাবন্দী মরদেহ ভেবে...

খাল থেকে তোলা হচ্ছে বস্তা

খালের পানিতে বস্তাবন্দী অবস্থায় কিছু একটা ভাসতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। ছড়াচ্ছিল দুর্গন্ধও। লাশ ভেবে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে বস্তা উদ্ধারে তৎপরতা শুরু করে। বস্তায় কী রয়েছে, সেটা দেখতে ততক্ষণে আশপাশের এলাকা থেকে ভিড় করেছেন অসংখ্য মানুষ।

অবশেষে খাল থেকে তুলে বস্তা খুলতেই ভেতরে মিলল কুকুরের মরদেহ। ঘটনাটি ঘটেছে আজ রোববার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা-গাড়াবেড় মধ্যবর্তী শ্মশানঘাট এলাকায়।

কাজীপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে স্থানীয় কিছু মানুষ ওই শ্মশান এলাকার একটি সেতুতে ঘুরতে যান। সেখানে সেতুটির দক্ষিণ পাশে একটি খালে কচুরিপানার মধ্যে ভাসমান একটি বস্তা দেখতে পান তাঁরা। যেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। এ সময় স্থানীয় মানুষ ধারণা করেছিলেন, সেখানে হয়তো বস্তায় মোড়ানো কারও লাশ রয়েছে।

সে ধারণা থেকেই তাঁরা থানা–পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় বস্তাটি উদ্ধার করে উন্মুক্ত স্থানে নিয়ে আসে। সে সময় পুলিশের উপস্থিতিতেই বস্তার মুখ খুললে বস্তায় একটি কুকুরের মরদেহের দেখা মেলে।

বিষয়টি নিশ্চিত করে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, স্থানীয় ব্যক্তিদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। সবাই ধারণা করেছিলেন বস্তায় কোনো মানুষের লাশ রাখা আছে। কিন্তু উন্মুক্ত করার পর দেখা গেল, বস্তাতে একটি কুকুরের মরদেহ। বস্তা খুলে সবাই হতবাক।