বাঁশখালীতে পাহাড়ধসে শিশুর মৃত্যু

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ধসে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ সাইমুন। সে জঙ্গল পাইরাংয়ের চুম্মার পাড়ার রশিদ আহমদের ছেলে। রশিদ আহমদ দিনমজুরের কাজ করেন।

একটি কাটা পাহাড়ের পাদদেশেই দিনমজুর রশিদ আহমদের ঘর। শুক্রবার বেলা তিনটার দিকে তাঁর শিশুপুত্র সাইমুন পাহাড়ের পাদদেশে নিজেদের উঠানে খেলছিল।

এলাকাবাসী জানান, একটি কাটা পাহাড়ের পাদদেশেই রশিদ আহমদের ঘর। শুক্রবার বেলা তিনটার দিকে তাঁর শিশুপুত্র সাইমুন পাহাড়ের পাদদেশে নিজেদের উঠানে খেলছিল। এ সময় পাহাড়ের ওপর থেকে মাটি ধসে তার ওপর পড়ে। ওই সময় কাছে থাকা মা ও প্রতিবেশীরা এগিয়ে এসে সাইমুনকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা পাহাড়ধসে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারব।’