বাঁশখালীতে স্ত্রীকে কুপিয়ে দাসহ স্বামী ইউএনও কার্যালয়ে

কুপিয়ে আহত।
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর স্বামী আবদুল জব্বার (৪৫) দাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ইউএনওর কাছে দোষ স্বীকার করে আত্মসমর্পণ করতে চাইলে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

জব্বারের আহত স্ত্রীর নাম ইয়াসমিন আক্তার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জব্বার স্ত্রী ও ছেলেকে নিয়ে মাইজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। গতকাল বিকেলে বাসায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। ছেলে আমান উল্লাহসহ প্রতিবেশীরা ইয়াসমিনকে বাঁশখালী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাঁশখালীর ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘ঘটনার পর লোকটি ইউএনও কার্যালয়ে এসে চিৎকার-চেঁচামেচি করলে আমি পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিই।’

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, এ ঘটনায় জব্বারের ছেলে থানায় মামলা করেছেন। জব্বারকে আজ আদালতে হাজির করা হবে।