বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে বরিশালে ‘বর্ণমিছিল’

বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে ‘বর্ণমিছিল’। আজ বুধবার দুপুরে বরিশাল সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে
প্রথম আলো

‘সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার চাই’—এই স্লোগান নিয়ে বরিশালে বর্ণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে বরিশাল নগরের রুপাতলীর কালিজিরা এলাকায় এই মিছিলের আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুঃসাহসী। সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এই মিছিলের পাশাপাশি আয়োজন করা হয় ভাষা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। তিনি বলেন, ভাষা আন্দোলনে যাঁরা সম্মুখসারিতে থেকে আত্মত্যাগ করেছেন, সেই আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভাষার সঠিক চর্চার মাধ্যমে এই গৌরবময় ভাষাকে আরও সমৃদ্ধ করায় সবাইকে দরদ নিয়ে কাজ করতে হবে। মাতৃভাষাকে ভালোবেসে প্রাত্যহিক জীবনে ধারণ করতে হবে।

বর্ণমিছিলের স্লোগান ছিল ‘সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার চাই’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুঃসাহসীর সভাপতি সাঈদ পান্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আল মামুন তালুকদার, বিভাগীয় সমাজসেবা উপপরিচালক আক্তারুজ্জামান তালুকদার, শিক্ষকনেতা দাশগুপ্ত আশীষ কুমার, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলাদ হোসেন, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীন, বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধিত্বকারী সংগঠন এডাবের সভাপতি কাজী জাহাঙ্গির কবির, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন, সেভ দ্য চিলড্রেন বরিশালের ডেপুটি ম্যানেজার খলিলুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক সাজ্জাদ পারভেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুঃসাহসীর সাধারণ সম্পাদক দুর্জয় সিংহ, সহসভাপতি অনিরুদ্ধ খাসকেল, কেয়া সরকার, রিফাত খান, নিলা বাড়ৈ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী হৃদয় সিংগানিয়া, শান্ত বালা, জয় চন্দ্র দাস, শাকিবুল হক, গার্গী খাসকেল, সৃষ্টি নন্দি প্রমুখ।