বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিল মিয়ানমার

বাংলাদেশ-মিয়ানমার পতাকা বৈঠক
প্রতীকী

মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া ৯ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার। আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) প্রতিনিধিদলের মধ্যে পতাকা বৈঠক শেষে তাঁদের ফেরত দেওয়া হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ওই ৯ জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিজিপি। বুধবার বেলা আড়াইটার দিকে জেলেদের নিয়ে টেকনাফের ট্রানজিট জেটিতে পৌঁছান তাঁরা। জেলেদের স্বাস্থ্য পরীক্ষার পরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

ফেরত আসা জেলেরা হলেন নুরুল আলম, মোহাম্মদ ইসমাইল, মো. ইলিয়াছ, মো. ইউনুছ, মোহাম্মদ আলম কালু, মোহাম্মদ সাইফুল, সলিম উল্লাহ, নুর কামাল ও লালু মিয়া। তাঁরা জানান, বিজিবির তৎপরতায় অবশেষে ১৫ দিন পরে স্বদেশ, পরিবার ও স্বজনদের কাছে ফেরার সুযোগ হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিদিন মিয়ানমারে প্রচুর কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে। তাই ফেরত আনা জেলেদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। কোয়ারেন্টিন শেষে থানা-পুলিশের মাধ্যমে তাঁদের পরিবারের কাছে পাঠানো হবে।

আরও পড়ুন