বাংলাদেশের সেরা দশে তৌহিদ পারভেজের তিন ছবি

প্রতিযোগিতার সেরা দশের দ্বিতীয় স্থানে থাকা তৌহিদ পারভেজের ছবি।সংগৃহীত

উইকিপিডিয়ার আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ–২০২০’ (ডব্লিউএলই)-এ বাংলাদেশ অংশে বগুড়ার আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লবের তিনটি ছবি সেরা দশে জায়গা পেয়েছে। এ বছরের আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৩৩টি দেশ অংশ নিয়েছে। প্রাথমিক বাছাই শেষে প্রতিটি দেশের ১০টি করে ছবি সেরা ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল মিলবে আগামী ডিসেম্বরে।

উইকিমিডিয়ার ওয়েবসাইট থেকে জানা গেছে, এ বছরের ‘উইকি লাভস আর্থ’ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ৩০৪ জন আলোকচিত্রীর ১ হাজার ৮৯৪টি ছবি জমা পড়ে। এর মধ্যে প্রতিযোগিতার জন্য প্রাথমিক বাছাই শেষে ১০টি ছবি সেরা ঘোষণা করা হয়। তৌহিদ পারভেজ বিপ্লবের ছবি প্রথম, চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করেছে।

বাংলাদেশের সেরা দশে জায়গা করে নেওয়া অন্য আলোকচিত্রীরা হলেন সাইফুল ইসলাম, সুলতান আহমেদ নিলয়, পুলক চন্দ্র শীল, দিপু দত্ত, নেওয়াজ শরীফ, মো. মেহেদী হাসান ও আশরাফুল ইসলাম শিমুল। বাংলাদেশের সেরা ছবি নির্বাচনে বিচারক ছিলেন নেদারল্যান্ডের অ্যগনাস মঙ্কেবান এবং যুক্তরাজ্যের সিমাও।

প্রতিযোগিতার সেরা দশের প্রথম স্থানে থাকা তৌহিদ পারভেজের ছবি।
সংগৃহীত

উইকিমিডিয়া সূত্রে জানা গেছে, এ বছরের আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশে ছাড়াও বিশ্বের ৩৩টি দেশ অংশ নিয়েছে। প্রাথমিক বাছাই শেষে প্রতিটি দেশ থেকে ১০টি করে ছবি সেরা ঘোষণা করা হয়েছে। আগামী ডিসেম্বরে ৩৩ দেশের ৩৩০টি ছবি থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় পুরস্কারের জন্য ১৫টি সেরা ছবির আলোকচিত্রীকে বিজয়ী ঘোষণা করা হবে। উইকিমিডিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রতিযোগীতার জন্য সেরা নির্বাচিত প্রতিটি দেশের ১০টি ছবি প্রদর্শিত হচ্ছে।

প্রতিযোগিতার সেরা দশের ষষ্ঠ স্থানে থাকা তৌহিদ পারভেজের ছবি।
সংগৃহীত

তৌহিদ পারভেজ বগুড়া ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বলেন, তিনি আগেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। এর মধ্যে বিপিএস জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় একবার করে চ্যাম্পিয়ন ও প্রথম রানারআপ, রুয়েট ফটোগ্রাফি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ওয়াইল্ড লাইফ ও ন্যাচার ইমাজিনেশনে প্রতিযোগিতায় প্রথম রানারআপ, মস্কো ফটোগ্রাফি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক, তুরস্কে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্টে অনারেবল মেনশন এবং একবার ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্রতিযোগিতায় তৃতীয়, তুরস্কে ইব্রাহীম জামান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্রতিযোগিতায় অনারেবল মেনশন, সার্বিয়ায় ইন্টারন্যাশনাল স্যালন রিফ্লেকশনে গোল্ড মেডেল পেয়েছেন।

তৌহিদ পারভেজের তোলা ছবি যুক্তরাষ্ট্রের ফোর্বস, ইনসাইডার, অস্ট্রেলিয়ার ডাই প্রেস, মেক্সিকোর ইউনিভিশন, লন্ডনের ডেইলি মেইলসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।